শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা ও বানেশ্বরদী ইউনিয়নের যুবকদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম সোহেল। অন্যান্যদের মধ্যে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও মোঃ রেজাউল করিম রিপন; উপজেলা আওয়ামী লীগের যুগ্ম স্ধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান; জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু শ্যামল সূত্র ধর ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া; বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ পারেশ আলী, সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক; ভূরদী নব-দিগন্ত একাডেমীর প্রতিষ্ঠাতা খন্দকার মিজানুর রহমান শহিদুল প্রমুখ উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির পরিচয় পর্ব শেষ করা হয়। পর্যায়ক্রমে আহবায়ক মোঃ রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও মোঃ রেজাউল করিম রিপন; সদস্য মোঃ আব্দুল্লাহেল খসরু রুবেল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হুমায়ুন কবীর বর্ষা, এ কে এম মাহবুবুল আলম সবুজ, মোঃ সরফরাজ খান, মোঃ আকরাম হোসেন, মোঃ রাশেদুল হাসান রঞ্জু, মোঃ মর্তুজ আলী, মোঃ সোহেল রানা, মোঃ আনোয়ার হোসেন শিপন, মোঃ শিহাব উদ্দিন, মোঃ ফরিদ উদ্দিন ও মোঃ আদিল আহমেদ পল্লব নিজ নিজ পরিচয় প্রদানসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে ইউনিয়ন যুব লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরা তাদের পরিচয় দিতে গিয়ে তারাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তারা বঙ্গবন্ধুর কন্যা-জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রত্যয়ে দেশ ও জাতির উন্নয়নে সবার কাছে সার্বিক সহযোগিতা কামনাসহ আওয়ামী লীগ সরকারের হাতকে আরও শক্তিশালী করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।