শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী (৩ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত) কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও স্টল পরিদর্শ করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ড়িয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন মেলার উদ্বোধন ঘোষণা করেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে-এর সঞ্চালনায় সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশাহ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল হক চানু, বাংলাদেশ জামায়েতে ইসলামি নকলা শাখার সাবেক আমীর মাওলানা মোঃ খাদেমুল ইসলাম, বিএডিসি সার-বীজ ডিলার সমিতির সভাপতি আমিনুল ইসলামসহ উপজেলা বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তিনদিন ব্যাপী এই কৃষি মেলায় ১৮টি স্টল স্থাপন করা হয়েছে। আসেব স্টলে দেশি-বিদেশী বিভিন্ন ফলদ, ঔষুধী, কাঠ ও শৌখিন ও জাতীয় গাছের চারা, ফল-ফুল, শাক-সবজি ও বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সজ্জিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার পরে অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।
এসময় উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, মেলায় অংশগ্রহণকারী কৃষক-কৃষাণী, দর্শকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, মেলায় স্থাপিত স্টল গুলো মেলা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এসব স্টলে সাশ্রয়ী মূল্যে তথা স্বল্প মূল্যে দেশি-বিদেশী বিভিন্ন ফলদ, ঔষুধী, কাঠ ও শৌখিন ও জাতীয় গাছের চারা, ফল-ফুল, শাক-সবজি ও বিভিন্ন কৃষি উপকরণ ক্রয়-বিক্রয় করা হবে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেরা স্টলের মালিকগনের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হবে বলে কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান।