শেরপুরের নকলায় শিয়ালের কামড়ে দশজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ফকরুল মিয়া বলেন, ‘শুক্রবার বিকেলে পাঠাকাটা গ্রামে একটি বাড়িতে গ্রাম্য সালিশ বসে। পরে সেখানে প্রথমে শিয়ালটি দুইজন নারীকে কামড় দেয়। এরপর বৈঠকের ভেতরে ঢুকে পরে শিয়ালটি মানুষদের কামড়ানো শুরু করে। এতে দুই বাড়ির দশজন আহত হন। এতে মসজিদে মসজিদে চলছে মাইকিং। ঘরের বাহিরে দল বেঁধে চলছে সবাই। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন আশপাশের গ্রামের বাসিন্দারা।’
স্থানীয় বাসিন্দা আতিক মিয়া বলেন, ‘আমরা খুবই আতঙ্কে আছি। কোনো জায়গায় বের হলে সবাই লাঠি নিয়ে বের হচ্ছি। কখন কী হয়, বোঝা যাচ্ছে না। আর আমাদের এখানে মসজিদে মাইকিং চলছে।’
নকলা উপজেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘শিয়ালের কামড়ে আহত আটজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। পরবর্তীতে ভ্যাকসিন দিতে হবে।’
স্থানীয়রা জানান, আহত বাকি দুইজন গ্রাম্য কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন।