শেরপুরের নকলায় জাতীয় শিক্ষাক্রম বিস্তরণের লক্ষ্যে অকুপেশনাল স্কিল কোর্সের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
পরিদর্শন করেছেন কারিকুলাম ট্রেনিং স্পেশালিস্ট শেখ নাজমুল হাছান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান। মঙ্গলবার (১১ জুন) নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসায় চলমান ৫দিন ব্যাপি এই কর্মশালার দ্বিতীয় দিন পরিদর্শন করা হয়।
এসময় নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, একাডেমিক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজী, প্রশিক্ষক আব্দুল হাসিম, শহিদুল ইসলাম, আসাদুজ্জান, কামরুল হাসান, সানজিদা খানম পলিনসহ অন্যান্য প্রশিক্ষকগণ, নকলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন ও ১৪০ জন প্রশিক্ষণার্থী শিক্ষক নিজ নিজ প্রশিক্ষণ কক্ষে উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা’র ব্যবস্থাপনায় নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা চলছে। এই প্রশিক্ষণ কর্মশালায় ১০ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করছেন।
তথ্য মতে, এই প্রশিক্ষণ কর্মশালাটি ১০ জুন সোমবার থেকে ১৪ জুন শুক্রবার পর্যন্ত ৫দিন ব্যাপি চলবে। এই প্রশিক্ষণে সরকারের নির্দেশনা মোতাবেক আপাতত জীবন ও জীবিকা এবং তথ্য প্রযুক্তি বিষয়ের উপর উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৪০ জন শিক্ষককে অকুপেশনাল স্কিল কোর্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।