শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনার পরে সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টার সময় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানিন ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং শিশু কিশোর, ছাত্র-ছাত্রী, কাবদল, স্কাউট, গার্লস গাইড, পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গার্ল গাইড এবং রোভার স্কাউট দলের কুচকাওয়াজের অভিবাদন ও সালাম গ্রহন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফসহ উপজেলার জীবীত বীর মুক্তিযোদ্ধাগন, শহীদ পরিবারের সদস্যগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও বিপুল সংখ্যক সাধারন জনগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা।
অন্যদিকে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মো. ছাইয়েদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ও সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।