শেরপুরের নকলায় ৭ মে রবিবার বেলা ৩ টার দিকে ঔষধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ৫৫ হাজার টাকা এবং পুড়িয়ে ফেলা হয়েছে প্রায় লাখ টাকার ঔষধ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবর্চাহী মেজিষ্ট্রেট মাসুদ উল আলম , এডিশনাল এসপি মোঃ আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন- ড্রাগ সুপারেন্টেন্ট তাহমিদ জামিল ঔষধ প্রশাসন শেরপুর। ড্রাগ এ্যক্টঃ ১৯৪০ এর ১৮(এ) ধারা লংঘনের দায়ে শাস্তির বিধান ২৭ অনুচ্ছেদ অনুসারে মেয়াদ উত্তীর্ন ঔষধ, আন রেজিষ্টার্ড ঔষধ, নি¤œমানের ঔষধ, রেজিঃ বিহীন ঔষধ রাখার অপরাধে ঔষধ জব্দ সহ জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত দোকানের মধ্যে ফরাজী মেডিকেল ১০ হাজার, মীর্জা মেডিকেল ১০ হাজার, সেন্ট্রাল ফার্মা ১০ হাজার, শাহা মেডিকেল ৫ হাজার, মীনা মেডিকেল ১০ হাজার এবং নকলা হাসপাতাল মোড়ে সেবা মেডিকেলকে ১০ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ন ঔষধ জব্দ কারা হয়। এ সময় নকলা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসআই তোফায়েল ইসলাম, এসআই আব্দুস সাত্তার, এসআই আবু বাক্কার সিদ্দিক, এএসআই মোঃ ফেরদৌস আলী ও এএসআই রতন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।