শেরপুর নকলায় ঝড়ের প্রভাবে পল্লী বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। বুধবার (২৯ মে) বিকেল ৫টায় উপজেলার টালকী ইউনিয়নের মজিদ বাড়িতে এ ঘটনা ঘটে । নিহতরা হলো পারভিন বেগম (৩৫) ও ফিরুজ মিয়া (৪০)।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার ঝড়ে নিহত পারভীন বেগমের বাড়ির সামনে কাঠের একটি বৈদ্যুতিক পিলারের তার ছিড়ে পড়ে থাকে। তাদের অভিযোগ পল্লী বিদ্যুতে বারবার অভিযোগ দেবার পরও তারটি ঠিক না করে লাইনম্যান লোকাল মিস্ত্রি দিয়ে তারটি লাগিয়ে নেওয়ার পরামর্শ দেয়। নিহত পারভীন কাজ করার সময় অসাবধানতাবশত ছেড়া তারে জড়িয়ে যায়। এসময় তার চাচা শ্বশুর ফিরুজ ও তার ছেলে তাকে বাচাঁতে গেলে তারাও ছেড়া তারে জড়িয়ে যায় পড়ে। গ্রামবাসী তাদের উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত হয় পারভিন বেগমের ছেলে সুরুজ মিয়া (১৩)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।