শেরপুর জেলার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি গ্রামে একটি পাট গুদামে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৭ লক্ষ টাকার পাট পুড়ে গেছে। শনিবার (২৩ এপ্রিল) সাড়ে ১০ টারদিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে এর আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
তবে আগুনের সূত্রপাতের কারন জানা সম্ভব হয়নি। পুুড়ে যাওয়া পাট গুদাম মালিক জাহাঙ্গির হোসেনের দাবি, আমার গুদামে প্রায় ৫০০ মণ পাট ছিলো, এর সবই পুঁড়ে গেছে। এতে প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এই আগুন পরিকল্পিত ভাবে লাগানো হয়েছে।’ কারন হিসেবে তিনি জানান, আমার গুদামে বিদ্যুৎ সংযোগ ছিলোনা। তাছাড়া ২টি বৈদ্যুতিক মটারের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভানোর সময় কে বা কারা একটি মটারের লাইনের কাটআউট খুলে নিয়ে যায়। এসব কারনে তিনি অনেকটা নিশ্চিত করেই বলেন যে, বিদ্যুৎ সংযোগহীন গুদামে এমন অগ্নিকান্ডের ঘটনা এবং আগুন নিভানোর সময় মটার লাইনের কাটআউট খুলে নেওয়া পূর্বপরিকল্পনার বহিঃপ্রকাশ। এতে সুস্পষ্ট যে, আমার গুদামে পূর্ব শুত্রুতার কারনে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।
এ অগ্নিকান্ডের খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরইমধ্যে, ঘটনাস্থল পরিদর্শ করেছেন নকলা থানার ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগন। এ বিষয়ে নকলা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করার প্রস্তুতি চলছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন সরকার ও বিএনপি নেতা শাহজাহানসহ এলাকাবাসীর দাবী, সঠিক তদন্তের মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনা হোক।