শেরপুরের নকলায় চলমান তাপদাহের ক্ষতির হাত থেকে তৃষ্ণার্তদের রক্ষা করতে ‘রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নকলা উপজেলা শাখার উদ্যোগে শতাধিক পথচারীর মাঝে টুপি, নিরাপদ পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে নকলা শহরের নিউমার্কেট এলাকা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। পরে ঢাকা-শেরপুর মহাসড়কের বিভিন্ন জনবহুল স্থানে রিক্সা, ভ্যান ও অটো রিক্সা চালকসহ শতাধিক পথচারীর মাঝে সূর্য্যরে ক্ষতিকর রশ্মি থেকে মুখমন্ড রক্ষা করতে বিনামূল্যে একটি করে টুপি বিতরণ করাসহ তৃষ্ণার্তদের মাঝে নিরাপদ পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সোহান, শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান রহমান শামীম, প্রচার সম্পাদক আনুসে অনাদিল বিকি, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল-আমীন খান, অর্থ সম্পাদক আবির হাসান লাবিদ, আইন বিষয়ক সম্পাদক সাকিব আহম্মেদ ও কৃষি বিষয়ক সম্পাদক ইমন হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ এবং নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সোহান জানান, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। মানবতার কল্যাণে নিবেদিত হিসেবে পরিচিতি পেতে অর্তমানবতার সেবায় সার্বিক সহায়তা প্রদান করা এবং সংগঠনের কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী সচেতনতামূলক যেকোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
বিশেষ করে অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো তাদের স্বেচ্ছাসেবা মূলক কাজের একটি গুরুত্বপর্র্ণ অংশ বলে সংগঠনটির নেতৃবৃন্দ জানান। তারা বলেন- বন্যা, অতিবৃষ্টি, খড়া ও তাপদাহের মতো যেকোন প্রাকৃতিক দুর্যোগে তাদের সংগঠনের স্বেচ্ছাসেবকগন অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে সদা তৎপর রয়েছে। এর জন্য সবার পরামর্শসহ সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।