শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার গড়েরগাঁও এলাকায় মঙ্গলবার (৭ মে) রাত ৯ টার দিকে মালবাহী একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও ৪ যাত্রী।
নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা জবেদা বেগম (৭০) ও ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা রাজা মিয়া (৫৫)। অপরদিকে, আহত অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে নালিতাবাড়ী গড়েরগাঁও এলাকার আবেদা খাতুন (৫০) নামে আরও একজন মারা যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মিয়া জানান, শেরপুর-ঢাকা মহাসড়কে গড়েরগাঁও এলাকায় ঢাকা থেকে শেরপুরগামী মালবাহী ট্রাকের সঙ্গে নকলাগামী একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান। ট্রাকের ধাক্কায় লাশ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।