শেরপুর জেলার নকলা উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার নকলাকে বাল্যবিবাহ মুক্ত করণে লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে ২ মে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, নিকাহ রেজিষ্টার, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, কাজী বেলায়াত হোসেন, কাজী আব্দুল কাদির প্রমুখ।