ময়মনসিংহের গৌরীপুরে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আল আমিন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ভিকটিম কিশোরী ৯ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে কিশোরীর বড় ভাই। আল আমিন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (৭অক্টোবর) ভিকটিম কিশোরীর বড় ভাই বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর থানার এস আই উজ্জল মিয়া বাদীর বরাত দিয়ে বিডি২৪ লাইভ কে বলেন,অভিযুক্ত আল আমিন ৭/৮বছর যাবত স্ত্রী সন্তান নিয়ে উপজেলার চরশ্রীরামপুরএকটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
গত জানুয়ারি মাসে আল আমিনের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে গেলে রান্না করার জন্য ওই কিশোরীকে ডেকে নিয়ে যায় আল আমিন। এমতাবস্থায় আল আমিন জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন।কিশোরীর শারীরিক পরিবর্তন হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে।
গত ২ অক্টোবর হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে কিশোরী ৯ মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন কিশোরীর পরিবার।পরে বিষয়টি জানাজানি হলে থানায় মামলা করেন কিশোরীর ভাই। এ বিষয়ে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
#বিডি২৪লাইভ ডট কম