করোনা ইস্যু সহ নানা কারণে প্রায় পাঁচ বছর পর শেরপুরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় ড্রীম বয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অর্ক ক্লাব। শনিবার ১০ ডিসেম্বর শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
এবারের খেলায় মোট ১৫টি দল ৪ গ্রুপে অংশ নেয়। পরবর্তীতে শীর্ষ ৪টি দল সেমিফাইনাল প্রতিযোগিতা করে ফাইনালে উঠে ড্রীম বয়েজ ক্লাব ও অর্ক ক্লাব।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে অর্ক ক্লাব। নির্ধারিত ৩০ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ১৩১ রানে টার্গেট ছুড়ে দেন ড্রীম বয়েজ ক্লাবকে। প্রথম দিকে ভালো খেলা উপহার দিলেও শেষ দিকে কিছুটা চাপের মুখে পড়েন দলটি ১ ওভারে ১০ রান করতে গেলে অলআউট হয় ড্রীম বয়েজ ক্লাবের প্লেয়ারা।
খেলায় অনুপ্রেরণার অংশ হিসেবে লীগে অংশ গ্রহণকারী সকল টিমকে ৫ হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করে জেলা ক্রীড়া সংস্থা।
খেলা শেষে আমন্ত্রিত অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত সহ প্রমুখ ।