দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে আগামীকাল শনিবারের মধ্যে ইসিকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলের সভাপতি-মহাসচিবের বা সমমর্যাদারের কাছে শুক্রবার এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়। ইসির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠি পাওয়ার পরপরই জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে। আজ শুক্রবার ইসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে হাসানুল হক ইনুর দলটি। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, কোনো আসনে একই দলের একাধিক প্রার্থী প্রাথমিক মনোনয়নপত্র জমা দিতে পারবে। সেক্ষেত্রে দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপদমর্যাদা বা দলীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যয়ন প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে থাকতে হয়। প্রার্থিতা প্রত্যাহারের আগে দল চূড়ান্ত মনোনীত একজনকে প্রত্যয়ন দেবে। বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আর জোটভুক্ত অভিন্ন প্রতীক ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট আসনে দুই দলের সম্মতিপত্র (যার প্রতীক ব্যবহার করবে এবং যে দল ব্যবহার করবে) রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই এ কাজটি করতে হবে। জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে আজকের (শনিবার) মধ্যে ইসিকে জানাতে হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ইসি অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী বদলি না করতে আজ (শনিবার) মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ ছাড়া পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়, সংস্থায়ও চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।