দেশ আজ কারাগারে বন্দী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, খালেদা জিয়াকে ট্রায়ালে রাখা হচ্ছে, পুরো দেশ আজ কারাগারে। আজ রবিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনে জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই। যারা ভিন্ন মত প্রকাশ করছেন, হয় তাদের খুন করা হচ্ছে, আর না হয় তো গুম করা হচ্ছে। ফরহাদ মজহারকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, পাঁচ বছর ধরে নিখোঁজ সন্তানের মায়েরা আহাজারি করছেন। এ পাঁচ বছরে অসংখ্য পরিবারকে আশাহত করেছে এই অবৈধ সরকার। তিনি বলেন, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে যাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ফিরিয়ে দিন। বিচার বিভাগকে কব্জা করে ফেলা হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। মির্জা ফখরুল জানান, বিএনপির নামে এখন পর্যন্ত মামলার সংখ্যা ৭১ হাজার ৩২৩টি, আসামি করা হয়েছে ৭ লাখ ৮৩ হাজার ২৩৮ জনকে। ৫২০ জন নেতাকর্মীকে খুন করা হয়েছে এবং নিখোঁজ ১৫৭ জন। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।