প্রাণ প্রকৃতি রক্ষা করি সুস্থ সুন্দর জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাসনা আব্দুল্লাহ প্রাণ প্রকৃতি পাঠাগারের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) জামালপুরের সরিষাবাড়ীর আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ পাঠাগার উদ্বোধন করা হয়। প্রান প্রকৃতি পাঠাগারটি উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.এএইচএম মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এই সময়ে দাড়িয়ে প্রাণ প্রকৃতির পাঠাগারে বক্তব্য দিতে পেয়ে আমি ধন্য। প্রকৃতিকে আমরা ধ্বংস করেছি। আর হাসমত আলী প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন। তার এই সংগ্রামের সাথে শরিক হতে পেয়ে আমি আনন্দিত। প্রাণ প্রকৃতি পাঠাগারের মধ্যদিয়ে নতুন প্রজন্ম প্রকৃতিকে জানতে পারবে বুঝতে পারবে। আর সেই আলোকে জীবন গড়তে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে উঠতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে। পাঠাগার হল অতিথ ও বর্তমান আত্মার সেতু বন্ধন। সকল জীবের প্রতি সবাই দয়াবান হই এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।
প্রাণ প্রকৃতি পাঠাগারের উদ্যোক্তা অধ্যাপক মো. হাসমত আলী বলেন, প্রাণ প্রকৃতি রক্ষার জন্য অতি ক্ষুদ্র একটা প্রয়াস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের প্রকৃতি আজ হুমকির সম্মুখীন। মনুষ্য ও প্রাকৃতিক সৃষ্ট কারনে আমাদের পরিবেশ আজ বিপয্যের মুখে। বিষয়কে সামনে রেখেই আমার এ পাঠাগার কাজ করা। এখানে আমাদের প্রাণ, প্রাণী জগৎ, পরিবেশ আমাদের প্রকৃতি কিভাবে সুস্থ্য সুন্দর রাখা যায় – সে লক্ষে এখানে অন্যান্য বইয়ের পাশাপাশি এ জাতীয় বইয়ের প্রাধ্যন্য থাকবে।
পোগলদিগা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এন এম মীজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, আলহাজ ফরহাম আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুজাত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাঈদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আফরোজা বুলবুল, অধ্যাপক আল -মামুন, পোগলদিগা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহছিনা খাতুন প্রমুখ।