জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রার্থীরা তাদের সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে শোডাউন এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে উপজেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হয়। কিছুক্ষণের মধ্যেই নির্বাচন অফিস চত্বর বিভিন্ন সমর্থকদের পদচারণায় ভরে উঠে। উপস্থিত পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, এ উপজেলার সদর, চুকাইবাড়ী, হাতিভাঙ্গা, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নের প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন। সমর্থকদের মোটরসাইকেল এবং অটোরিকশা দিয়ে দেওয়ানগঞ্জ সরকারি একেএম কলেজ, উপজেলা মাঠ, উপজেলা হেলিপ্যাডসহ আশেপাশের রাস্তা পরিপূর্ণ হয়ে গেছে। চলাচলে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন।
উপজেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৩ জন এবং সাধারণ পুরুষ সদস্য ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও চুকাইবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন, সাধারণ পুরুষ সদস্য ২৫ জন, হাতিভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন এবং সাধারণ পুরুষ সদস্য ৩৫ জন, চর আমখাওয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৩ জন এবং সাধারণ পুরুষ সদস্য ৪৪ জন, ডাংধরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন এবং সাধারণ পুরুষ সদস্য ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন দৈনিক অধিকারকে বলেন, অন্যান্য দিনের থেকে আজ (শেষ) মনোনয়নপত্র জমা দেওয়ার সংখ্যা বেশি লক্ষ করা গেছে। সকল প্রার্থীকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ১২ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাই হবে ১২ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর। প্রতীক দেওয়া হবে ২০ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।