দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্ত এলাকায় বন্যা কবলিত দুস্থ অসহায় মানুষের চিকিৎসা সেবায় মেডিক্যাল ক্যাম্পেইন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর এলাকায় বাঘারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে জামালপুর ব্যাটেলিয়ান (৩৫ বিজিবি)।
বিজিবির দেওয়া প্রেস নোট সূত্রে জানা গেছে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় এই মেডিক্যাল ক্যাম্পেইন ও ফ্রী ঔষধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ (বিজিবি)। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর ফারজানা নোমান।
ক্যাম্পেইনে ১ হাজার জন দুস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পেইনে প্যারাসিটামল, ক্লোরামপিনিরামাইন, মেট্রোনিডাজল, সেফ্রাডিন, অমিপ্রাাজল সহ ৪০ টি গ্রুপের ২০ হাজার ট্যাবলেট, ক্যাপসূল, সিরাপ বিতরণ করা হয়।