জামালপুরের দেওয়ানগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সুখী জীবন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের সূর্যমুখী শিশু নিকেতনের হল রুমে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ সভার আয়োজন করে।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে সচেতন এবং কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তারা বাল্যবিবাহের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরে সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে সকলকে আহ্বান জানান।
দেওয়ানগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর সেলিনা আকতার সভাপতিত্ব করেন।
দেওয়ানগঞ্জ উপজেলা টেকনিক্যাল কোঅর্ডিনেট মোছা. কলি ইয়াসমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ইমাম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।