শেরপুরে দূরারোগ্য রোগে আক্রান্ত ৬ অসহায় ব্যক্তির হাতে সমাজসেবা বিভাগের অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে । রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রতিজনকে ৫০ হাজার টাকার ওই চেক তুলে দেন।
এসময় জেলা প্রশাসক ড, মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা সমাজ বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।