শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেছেন, ‘কে হিন্দু কে মুসলিম সেটা বড় কথা নয়, আমার কাছে সবাই মানুষ, সবার রক্ত লাল। দুর্গোৎসবের প্রতিটি পরিবার যেন আনন্দের সাথে শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে পারে সে কারণে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে দেয়া হচ্ছে পূজোর উপহার।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত সম্প্রতি শোভাযাত্রা শেষে এক হাজার দু:স্থ হিন্দু সম্প্রদায় মানুষের মাঝে পূজার উপহার স্বরূপ শাড়ি, লুঙ্গি ও চাল-ডাল বিতরণকালে এসব কথা বলেন। ছানুয়ার হোসেন ছানু তার নিজস্ব তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় এক হাজার দু:স্থ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষকে একটি করে শাড়ি, লুঙ্গি এবং ৫ কেজি চাল ও ১ কেজি করে ডাল উপহার প্রদান করেন।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আয়োজনে শহরের শহীদ বুলবুল সড়কস্থ করিম পাগলা মার্কেটে সংগঠনের সভাপতি দেবাশিষ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কানু চন্দ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত এসব উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, অ্যাডভোকেট ফারহানা পারভিন মুন্নি, গাঙচিল সাহিত্য সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াকুব আলী, মলয় চাকী প্রমুখ।