নেত্রকোনারা সীমান্ত উপজেলা দুর্গাপুরে বালুবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন মিয়া (৩৫) নামে একজন বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নওয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুরের দুর্গাশ্রম গ্রামের ছোট আবুর ছেলে। আহতরাও একই এলাকার বাসিন্দা। আহতরা হলেন-ইরাজ (৪০) ও খোকন মিয়া (৩২)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ব্যবসায়িক কার্যক্রম শেষ করে আল আমিনসহ তিনজন মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় বিপরীত দিকে আসা একটি বালুবাহী লরির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। অপর দুই আরোহীর অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আমরা ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে উদ্ধার করতে পারলেও চালক পালিয়েছে। চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।