নেত্রকোনার দুর্গাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক নির্মাণশ্রমিককে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার গাউকান্দিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রাজ্জাক নেত্রকোনার বারহাট্টা উপজেলার চাকুয়া গ্রামের হাসু শেখের ছেলে।
ভুক্তভোগীর মা জানান, শুক্রবার বিকালে তার মেয়ে দুর্গাপুরের একটি গ্রামে নির্মাণাধীন একটি উচ্চ বিদ্যালয়ে ঘুরতে গিয়েছিল। সেখানে তাকে একা পেয়ে আব্দুর রাজ্জাক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় তার মেয়ে চিৎকার করলে সে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রাতেই অভিযুক্ত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি শাহ নূর-এ-আলম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
#যুগান্তর