শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের জেক বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় শ্রীবরদীর আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চেক তুলে দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেকার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান সহ গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।
উল্লেখ্য, বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ৩০ জনের প্রত্যেকের মাঝে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।