ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের মাসিক অপরাধ সভায় তাকে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম।
তথ্য মতে, মাসিক অপরাধ সভায় অন্যান্য কাটাগরির সাথে জানুয়ারি মাসে আইনশৃঙ্খলায় ও দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখায় রেঞ্জ’র শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ আমিনুল ইসলামকে পুরস্কৃত করা হয়েছে। আমিনুল ইসলাম ২০১০সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর ২০১৭সালে ফেব্রুয়ারিতে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম’র সভাপতিত্বে অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার ময়মনসিংহ মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার), পুলিশ সুপার নেত্রকোনা জয়দেব চৌধুরী বিপিএম, পুলিশ সুপার জামালপুর মোঃ দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার), পুলিশ সুপার রেঞ্জ অফিস সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার শেরপুর কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) রেঞ্জ অফিস একেএম মনিরুল ইসলামসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।