ক্রিকেট থেকে দূরে আছেন বহুদিন হলো। বিশ্বকাপের পর ক্রিকেট মাঠে আর দেখা যায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। আসন্ন বিপিএল দিয়েই মাঠে ফিরছেন তিনি। নিজেকে প্রস্তুত করতে দশ কেজি ওজন কমিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
শনিবার মিরপুরে বল হাতে বেশ ঘাম ঝরিয়েছেন মাশরাফী। ঢাকা প্লাটুনের হয়ে আজ থেকে অনুশীলন শুরু করেছেন তিনি। তত্ত্বাবধানে ছিলেন ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে ফিট থাকতে প্লেয়ার্স ড্রাফটের আগে থেকেই ব্যক্তিগত উদ্যোগে ঘাম ঝরাচ্ছেন তিনি।
পুরো বিপিএলে মাশরাফীকে পাওয়া যাবে বলে আশাবাদ প্রকাশ করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘তার খেলার ব্যাপারে আমি আশাবাদী। পুরোটা খেলবে বলেই তো মাশরাফীকে নেয়া হয়েছে। আমার কাছে মনে হয় সে পুরোটা খেলবে এবং ভালোভাবেই খেলবে। ভালো পারফরম্যান্সও করবে।’
তবে এদিনের অনুশীলনে লাইন লেন্থ ঠিক থাকলেও স্পিড কম ছিল বলে মনে হয়েছে। এ নিয়ে কোচ বলেন, ‘যেহেতু আজকে প্রথম বল করলো, তাই হয়তো ছন্দে একটু সমস্যা হবে। কয়েকদিন বল করলেই ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় সুবিধা যেটা তার আছে সেটা হলো অভিজ্ঞতা, এটা তো ফেলতে পারবেন না। যখন সে খেলবে শতভাগ দিয়েই খেলবে।’
বোলিং করার সময় মাশরাফী কোনো ব্যথা অনুভব করেছেন কি না জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘বোলিং যখন করছে তখন আমাকে কিছু বলেনি। ফিজিওর সঙ্গে কথা বলছে। যতক্ষণ বল করছে ততক্ষণ কোনো সমস্যা ছিল না।’
মাশরাফীর অনুশীলন দেখে খুশি হাবিবুল বাশারও। তিনি বলেন, ‘মাশরাফী ১০ কেজি ওজন কমিয়েছে। দেখতেও অনেক সতেজ লাগে। দেখলেই বোঝা যায় যে, সে এখনও খেলতে আগ্রহী। চালচলনে স্পষ্ট, এখনও ভালো খেলার তাড়না রয়েছে তার মধ্যে।’