শেরপুরের শিক্ষাসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন “দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস)” এর কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১২০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করেছে।
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমনের আশঙ্কায় কাজে যেতে পারছে না খেটে খাওয়া লোকজন। বেশি বিপদে পড়েছে দিন এনে দিন খাওয়া লোকজন। ঘরে খাবার নেই, যেতে পারছে না কাজে। ডপসের সকল শিক্ষার্থীই দরিদ্র। সবার পরিবারেরই দিন এনে দিন খায় অবস্থা। এমন দুঃসময়ে তাদের পরিবারের পাশে এসে দাড়ালো শেরপুরের শিক্ষাসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডপস’। ডপসের সদস্য সংখ্যা ৩০০এর অধিক হলেও আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় ১২০ জন সদস্যের পরিবারের মধ্যে ডপস শুভাকাঙ্ক্ষীদের সহযোগীতায় বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী। এসময় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থেকে এসব খাদ্য সহায়তা প্রদান করেন।