দরিদ্রদের মাঝে চাল, চিনি, সেমাই, দুধ ও নগদ অর্থসহ এবার নানা উপকরণ করলো এস এস সি ৯৭ ব্যাচ নামে শেরপুরের একটি ব্যাচভিত্তিক সংগঠন। আজ শেরপুর শহরের পুরাতন পৌর ভবন চত্তরে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৮০ জন অসহায় মানুষের মাঝে এসব বিতরনের মাধ্যমে ঈদের খুশিঁ বিনিময় করা হয়।
বিতরণকালে সংগঠনের সভাপতি মো: মোস্তানুল হক (মোস্তান), সাধারণ সম্পাদক অনিবার্ন রায় চৌধুরী জন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম লেবু, আইন সম্পাদক সঞ্জিব বিকাশ সাহা, মানবাধিকার ও ত্রাণ সম্পাদক মো: হাসান শরাফল , শিক্ষা সম্পাদক মো: হাফিজুল ইসলাম, অর্থ সম্পাদক রিপন নন্দী, মো: তুহিনুর রহমান, মো: রাশেদুল ইসলাম তারেক, মো: জাহাঙ্গীর আলম, মো: মনোয়ার হোসেন, মো: বিল্লাল হোসেন, লেমন হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।