ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বালিপাড়া-ত্রিশাল রোডের রামপুর নামক স্থানে সিএনজি-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
আজ (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৭০)।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল থেকে সিএনজিটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিলো পথে বালিপাড়া-ত্রিশাল সড়কে রামপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিটির। পরে এলাকারবাসীর থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। উদ্ধার শেষে নিহতদের মরদেহ থানা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। আর আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ইনচার্জ ওসি মাইনউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে থানা কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে এবং নিহতদের পরিবারদের খবর দেওয়া হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।