শেরপুরের নকলার দশম শ্রেণির শিক্ষার্থী নুসরত আবারো কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে জেলার সেরা নির্বাচিত হয়েছে।
সে ২০২২ সালে অষ্টম শ্রেণিতে থাকা কালে প্রথম বারেরমতো জেলার মধ্যে কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের সুনাম নিয়ে বিভাগীয় পর্যায়ের লড়াইয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলো। এর পরের বছর তথা ২০২৩ সাল নবম শ্রেণিতে থাকাকালে দ্বিতীয় বারেরমতো কেরাত প্রতিযোগিতায় জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়। এবার নুসরত তৃতীয় বারেরমতো কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতাসহ শ্রণি শিক্ষার্থী হিসেবে জেলার সেরা নির্বাচিত হয়েছে।
সে নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আড়িয়াকান্দা এলাকার নজরুল ইসলাম ও মোছা. লিপি বেগমের মেয়ে। সে উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। তার শ্রেণী রোল ১। নুসরতের বাবা-মা, শিক্ষক ও পরিবারের লোকজন তার উজ্জল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।