ফুটবল খেলায় গণ্ডগোলের জেরে জামালপুর সদর উপজেলায় ইজিবাইকে তুলে এনে পাঁচ স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে শেখ মোহাম্মদ রুকন নামে এক কৃষক লীগ নেতার বিরুদ্ধে। তিনি জামালপুর পৌর কৃষক লীগের সহ-সভাপতি এবং ১১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
শনিবার (২৭ মে) দুপুরে শহরের বগাবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীদের উদ্ধার করে। এ ঘটনায় কৃষক লীগ নেতা শেখ মোহাম্মদ রুকন ও তার ভাই মোতালেবকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
নির্যাতনের শিকার সবাই উপজেলার বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে শহরের স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা নিয়ে কৃষক লীগ নেতা রুকনের ছেলের সঙ্গে ওই ছাত্রদের বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে দুপুরে কৃষক লীগ নেতা রুকন ও তার ভাই মোতালেব দলবল নিয়ে ওই পাঁচ ছাত্রকে অটোরিকশায় তুলে বগাবাইদে নিয়ে আসেন। তারপর তাদের আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ঘণ্টাব্যাপী মানসিক ও শারীরিক নির্যাতন করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে নির্যাতনকারী কৃষক লীগ নেতা রুকন ও তার ভাই মোতালেবকে আটক করে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ৯৯৯-এ কল পেয়ে ওই শিক্ষার্থীদের উদ্ধার করা হয় এবং শেখ মোহাম্মদ ও তার ভাই মোতালেবকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
#জাগো নিউজ