আজ শেরপুরের উদীয়মান ও তরুন তিন সাংবাদিকের বধূদের জন্মদিন। প্রায় সমবয়সি ওই তিন সাংবাদিকের বধূদের জন্মদিন কাকতালীয় ভাবে একই দিন হওয়ায় শেরপুরের নবীন সাংবাদিকদের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। যদিও তারা কেউ এ জন্মদিনটি আনুষ্ঠানিকতার মোড়কে না রেখে একান্ত ঘরোয়া পরিবেশে উদযাপন করছে।
তারপরও শেরপুরের সিনিয়র সাংবাদিক ও কবি হিসেবে আমার পক্ষ থেকে ওই তিন বধূর জন্য রইলো শুভকামনা এবং দীর্ঘজীবী থেকে তাদের নিজ নিজ দাম্পত্য জীবনকে আরো উজ্জল ও সুখময় করে তুলবে এই কামনা ও দোয়া রাখছি।
সাংবাদিক বধূরা হলো, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বীর স্ত্রী ঝর্ণা হাসান, নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামের স্ত্রী মোহসীনা পারভিন এবং দেশবার্তা টিভি ও দেশবার্তাবিডিডটকম এর সিনিয়র চিফ রিপোর্টার তরিকুল ইসলামের স্ত্রী জিন্নাতুল জান্নাত জুুথি।