শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া প্রধানপাড়া এলাকায় রবিউল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির কাছে মালিঝি নদীর শাখা খালের ওপর নির্মিত বক্স কালভার্টের পূর্ব পাশের ধসে পড়া কাঁচা সংযোগ সড়ক তিন বছরেও সংস্কার করা হয়নি।
প্রায় তিন বছর আগে পাহাড়ী ঢলের পানিতে ধসে যাওয়া কাঁচা সংযোগ সড়কটির ওই স্থানে এলাকাবাসীর উদ্যোগে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা ভেঙে যাওয়া বাঁশের নড়েবড়ে সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা থাকলেও কতৃপক্ষ কাঁচা সংযোগ সড়কটি সংস্কারের কোন পদক্ষেপ নেয়নি। যেকোন সময় সাঁকোটি ভেঙে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী শঙ্কা প্রকাশ করে।
স্থানীয়রা জানান, গত ২০১৮ সালে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের পাগলারমুখ এলাকায় মালিঝি নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পাহাড়ী ঢলের পানি প্রবেশ করে। এতে ওই ইউনিয়নের ঘাগড়া প্রধানপাড়া এলাকায় মালিঝি নদীর শাখা খালের ওপর নির্মিত বক্স কালভার্টের পূর্ব পাশের কাঁচা সংযোগ সড়কটির প্রায় ৫০ ফুট সড়ক ধসে পড়ে। এর পর থেকেই এখনও পড়ে আছে সে অবস্থায়। এতে হাতিবান্দা, ঘাগড়া প্রধানপাড়া, কামারপাড়া গ্রামের মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।
ঘাগড়া কামারপাড়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, এ বক্স কালভাটের সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো দিয়ে নির্মিত নড়েবড়ে সাঁকো দিয়ে চলাচল করতে হয়। এদিক দিয়ে চলাচর করার সময় মনে হয় এবুঝি শিক্ষা উপকরণসহ পানিতে পড়ে যায়।
ঘাগড়া প্রধানপাড়া গ্রামের কৃষক হাশেম আলী বলেন, তিন বছর ধরে সড়কটি ভেঙে আছে। ফলে তাদের উৎপাদিত ফসল ও কৃষিপণ্য বাজারজাত করতে প্রচুর হিমশিম খেতে হয়। তাই এখানে দ্রæত সময়ের মধ্যে সংযোগ সড়কটি সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
ঘাগড়া কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, এ খালের ওই পাড় থেকে আমার বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী চলাচল করে। সংযোগ সড়কপি ধসে যাওয়ায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি ওই স্থানে দ্রæত মাটি ভরাটের দাবি জানান।
হাতিবান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আকবর আলী বলেন, দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক ধসে পড়ে থাকলেও কতৃপক্ষ সংস্কারের কোন পদক্ষেপ নেয়নি।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল বলেন, বিষয়টি জানা ছিল না। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনও ফারুক আল মাসুদ বলেন বলেন, এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রæত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।