হে বিদ্রোহী
হে বিদ্রোহী নজরুল দুর্বার দুর্দম চঞ্চল
তোমার উলঙ্গ অভিশাপে জিঞ্জির শৃঙ্খল,
বিষবাণ মন্ত্রে টুটেমুটে দলিত মথিত
আর্তের পীড়িতের শোষিতের পালিত,
শোষকের যতসব দম্ভ দুঃসহ নিপীড়ন
তুমি করেছ একহাঁকে সমূলে উৎপাটন;
সমাজে গঞ্জে ভ-দের গোড়ামী ভ-ামী
ওই সুদখোর ঘুষখোর মহাজন হারামী,
সব বেটা মুনাফাখোর জুচ্চোর লম্পটে
বাবাগো মাগো পালাতে ছুটল দাপটে,
তোমার রচিত গদ্য পদ্য গীত নীতিতে
ছেড়েছ দামামী হুঙ্কার আধমরা জাতিতে,
তারপর বিশুদ্ধ আত্মার শুদ্ধি অভিযান
চালাতে একতার জারি করেছ ফরমান;