ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার কোদালধর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতহদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির একটি বাস শেরপুর থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। আর ট্রাকটি ময়মনসিংহ থেকে ফুলপুরের দিক আসছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় কেউ মারা যাননি। তবে পাঁচ-ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়িতে চলে গেছেন। তবে আহতের পরিচয় এখনও জানা যায়নি।