জামালপুরের ইসলামপুর উপজেলায় তীব্র তাপদাহের ফলে হিট স্ট্রোকে গোলাম রাব্বানী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
মৃত গোলাম রব্বানী (৪৮) উপজেলার চিনাডুলি ইউনিয়নের পশ্চিম গিলাবাড়ী এলাকার বাসিন্দা। তিনি গুঠাইল বাজারে মরিচের ব্যবসা করতেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী গোলাম রাব্বানী। পরে তাকে স্থানীয়রা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আমরা ধারণা করছি অতিরিক্ত গরমের কারণেই উনার মৃত্যু হতে পারে।