আজ- শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শেরপুর টাইমস
Trulli
  • প্রচ্ছদ
  • জেলার খবর
    • শেরপুর সদর
    • নকলা
    • নালিতাবাড়ী
    • ঝিনাইগাতী
    • শ্রীবরদী
  • জাতীয় খবর
  • উন্নয়নে শেরপুর
  • খেলার খবর
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • পর্যটন
  • উদ্যোক্তা
  • ফিচার
  • অন্যান্য
    • অন্য গণমাধ্যমের খবর
    • আন্দোলন সংগ্রাম
    • ইতিহাস ঐতিহ্য
    • গণমাধ্যম
    • পাঠকের কলাম
    • শিক্ষাঙ্গণ
    • শুক্রবারের কলাম
    • সাহিত্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জেলার খবর
    • শেরপুর সদর
    • নকলা
    • নালিতাবাড়ী
    • ঝিনাইগাতী
    • শ্রীবরদী
  • জাতীয় খবর
  • উন্নয়নে শেরপুর
  • খেলার খবর
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • পর্যটন
  • উদ্যোক্তা
  • ফিচার
  • অন্যান্য
    • অন্য গণমাধ্যমের খবর
    • আন্দোলন সংগ্রাম
    • ইতিহাস ঐতিহ্য
    • গণমাধ্যম
    • পাঠকের কলাম
    • শিক্ষাঙ্গণ
    • শুক্রবারের কলাম
    • সাহিত্য
  • সম্পাদকীয়
শেরপুর টাইমস
No Result
View All Result
প্রচ্ছদ ইতিহাস ঐতিহ্য

তাজমহল নির্মাণ শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন কে?

টাইমস ডেস্ক প্রকাশ করেছেন- টাইমস ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২১
বিভাগ- ইতিহাস ঐতিহ্য
অ- অ+
3
শেয়ার
109
দেখা হয়েছে
Share on FacebookShare on Twitter
প্রিন্ট করুন

কথিত আছে, তাজমহল বানানো শেষ হওয়ার পর সম্রাট শাহজাহান তার সৈন্যদের বলেন তাজমহলের রাজমিস্ত্রিদের হাতের আঙুল কেটে দিয়েছিলেন, যাতে তারা তাজমহলের আদলে কিছু তৈরি না করতে পারে। অনেকেই এই ঘটনাটি বিশ্বাস করেন। তবে আসলেই কি এমন কিছু ঘটেছিল? আসুন সে সম্পর্কে জেনে নেই-

তাজমহল নির্মাণ শেষে শাহজাহানের শ্রমিকরা তার জন্য দিল্লিতে শাহজাহানাবাদ নামে একদমই নতুন একটি সাম্রাজ্যিক শহরও নির্মাণ করেন। যদি তাজমহল নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদেরই তিনি এ কাজে নিযুক্ত না করেন, সেক্ষেত্রে পুনরায় সম্রাটের পক্ষে আবারও এত কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ রাজমিস্ত্রি ও কারিগরের দল খুঁজে বের করা ছিল অসম্ভবের কাছাকাছি।

তাজমহল

তাজমহল

গত ১৩ ডিসেম্বর কাশী বিশ্বনাথ ধাম করিডোর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি মন্দিরটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কৃতজ্ঞতাস্বরূপ সেখানকার পরিচ্ছন্নতাকর্মীদের গায়ে ফুলের পাপড়ি ছেটান। এ পর্যন্ত সব ঠিকই ছিল। তবে এরপরই পুরো ঘটনাটি এক নতুন মোড় নেয়। মন্দির উদ্বোধন কভার করা অমীশ ভারতের প্রধানমন্ত্রীর তুলনা করেন সপ্তদশ শতকের মোঘল সম্রাট শাহজাহানের সঙ্গে। তিনি দাবি করেন, মোদি যেখানে পরিচ্ছন্নতাকর্মীদের গায়ে পর্যন্ত ফুলের পাপড়ি ছিটিয়েছেন, সেখানে শাহজাহান কেটে নিয়েছিলেন তাজমহল নির্মাণে অংশগ্রহণকারী শ্রমিকদের হাত।

পরবর্তীতে গুজরাটে আবার এই একই দাবিরই পুনরাবৃত্তি করেন ইউনিয়ন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। গুজরাটি ভাষায় তিনি বলেন, ‘তাজমহলের শ্রমিকদের হাত কেটে নেয়া হয়েছিল। অথচ আজ আমাদের আছেন একজন প্রধানমন্ত্রী মোদি, যিনি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে কাশী বিশ্বনাথের করিডর নির্মাণে অবদান রাখা শ্রমিকদের ওপর পুষ্পবর্ষণ করেছেন।’ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিজেপির আরেক নেতা বিনয় টেন্ডুলকার একই ধরনের দাবি করেন।

Advertisements

কাছথেকে দেখতে তাজমহল

কাছথেকে দেখতে তাজমহল

তবে এ ধরনের দাবি কিন্তু নেহাতই নতুন নয়। এই দাবি প্রায়ই ঘুরে ঘুরে আসে। ১৭ বছর আগে, সেই ২০০৪ সালের সেপ্টেম্বরেই এ ধরনের দাবি আবির্ভূত হয়েছিল শীর্ষস্থানীয় ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে। তাজমহলের ৩৫০তম জন্মদিন উপলক্ষ্যে এলিজাবেথ গাইকি তার ‘দ্য তাজমহল’ শীর্ষক নিবন্ধের এক পর্যায়ে লেখেন, ‘এটি (তাজমহল) নির্মাণে অন্তত ২০ হাজার মানুষের ২২ বছর সময় লেগেছিল। যে কারিগররা তাজ নির্মাণে কাজ করেছিলেন, নির্মাণকাজ শেষে তাদের হাত কেটে নেয়া হয় যেন তারা পরে কখনো অনুরূপ কোনো অবকাঠামো নির্মাণ করতে না পারেন।’ ২০১০ সালে, যুক্তরাজ্যভিত্তিক আরেক গণমাধ্যম ওয়্যারডেও একই ধরনের তথ্য দেওয়া হয়।

সুতরাং, আজ যারা শাহজাহান তাজমহল নির্মাণের পর শ্রমিকদের হাত কেটে নিয়েছিলেন বলে দাবি করছেন, তাদের এ কথার শুরু আরো অতীতে, দূর কোনো অতীতে কোনোভাবে এই রটনা চালু হয়ে গিয়েছিল। পরে এটি রাজনীতির বিষয়ও হয়ে ওঠে। তবে প্রশ্ন হলো, আসলেই কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছিল? নাকি এটি কেবলই একটি আর্বান মিথ বা শহুরে উপকথা? যদি তাই হয়, তবে এর শুরুটা হয়েছিল কীভাবে?

রাতের আঁধারে তাজমহল

এ প্রসঙ্গে কথা বলেন বিজ্ঞানের ইতিহাসবিদ ও বিশিষ্ট বুদ্ধিজীবী সৈয়দ ইরফান হাবিব। তার বক্তব্য, ‘আমি এ কথা বলতে পারি যে এ আখ্যানের না আছে কোনো প্রামাণ্য ভিত্তি, না কোনো নির্ভরযোগ্য ইতিহাসবিদ কোনোদিন এ ধরনের দাবি করেছেন। প্রসঙ্গত বলতে পারি, এই আর্বান মিথটির জন্ম সেই ১৯৬০-র দশকে। লোকমুখে এ কাহিনী শুনেছিলাম আমি। তবে তখনের সঙ্গে এখনকার দাবির একটি উল্লেখযোগ্য তফাৎ রয়েছে। আজ এই মিথের সঙ্গে একটি সাম্প্রদায়িক যোগসূত্র স্থাপন করা হয়। অথচ সে সময়ে মূলত ব্যক্তি শাহজাহানের প্রতি এক ধরনের বিদ্রূপ হিসেবে এসব কথা বলা হতো।’

এদিকে গুগল বুকসে দেখা মেলে ১৯৭১ সালে রাঁচি ইউনিভার্সিটির ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত ‘জার্নাল অব হিস্টোরিকাল রিসার্চ’-এর। সেখানেও এ কাহিনীকে আখ্যায়িত করা হয়েছে একটি শহুরে কিংবদন্তী হিসেবে। ভারতবর্ষে মোঘলদের ইতিহাস নিয়ে কাজ করেছেন মনিমুগ্ধ এস শর্মা। ‘আল্লাহু আকবর, আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রেট মুঘল ইন টুডে’স ইন্ডিয়া’ নামে ২০১৯ সালে একটি বইও প্রকাশিত হয়েছে তার। তবে এর আগেই, ২০১৭ সালে তিনি ভারতের শীর্ষ সংবাদপত্র দ্য টাইমস অব ইন্ডিয়ায় লেখেন ‘বাস্টিং দ্য তাজ ফেক নিউজ’ শিরোনামের একটি নিবন্ধ।

মমতাজ

মমতাজ

তাজমহল নিয়ে একটি খুবই জনপ্রিয় গল্প আছে, যেটি আগ্রার লোকাল গাইডদের মুখে মুখে ঘোরে। এছাড়া আজকাল অনেক ডানপন্থী ওয়েবসাইটেও দেখা মেলে এই কাহিনীর। কাহিনীটি এমন যে, তাজমহলের নির্মাণকাজ সমাপ্ত হওয়ার পর শাহজাহান নাকি তার সৈন্যদের নির্দেশ দেন নেতৃস্থানীয় রাজমিস্ত্রিদের হাত কেটে নিতে, যেন তারা পরে কখনোই এই অত্যাশ্চর্য অবকাঠামোর নকল তৈরি করতে না পারেন। তবে এই কাহিনী বাস্তবে বিদ্যমান তথ্য-প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক। এমনকি আজও তাজ গঞ্জ নামে একটি বিশাল বসতির অস্তিত্ব রয়েছে। সম্রাট শাহজাহান এই বসতিটি গড়ে তুলেছিলেন তাজমহল নির্মাণে অংশ নেয়া হাজারো রাজমিস্ত্রি, কারিগর ও অন্যান্য শ্রমিকদের জন্য, যারা তার রাজ্যের দূর-দূরান্তের বিভিন্ন প্রান্ত থেকে এসে সমবেত হয়েছিলেন।

ঐ শ্রমিকদের বংশধররা আজও সেখানে বাস করেন, এবং তাদের দাদা-পরদাদাদের শিখিয়ে যাওয়া কাজ করেন। তাছাড়া আরো একটি বিষয় হলো, তাজমহল নির্মাণ শেষে শাহজাহানের শ্রমিকরা তার জন্য দিল্লিতে শাহজাহানাবাদ নামে একদমই নতুন একটি সাম্রাজ্যিক শহরও নির্মাণ করেন। যদি তাজমহল নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদেরই তিনি এ কাজে নিযুক্ত না করেন, সেক্ষেত্রে পুনরায় সম্রাটের পক্ষে আবারও এত কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ রাজমিস্ত্রি ও কারিগরের দল খুঁজে বের করা ছিল অসম্ভবের কাছাকাছি।’ ২০১৭ সালে ইন্ডিয়া টুডেও তাজমহল নিয়ে একটি বিশেষ লেখা প্রকাশ করে। সেটির শিরোনামই ছিল বেশ মজাদার, ‘এখানে দেখুন তাজমহলের ব্যাপারে যা যা কিছু আপনার জানা প্রয়োজন, তা উত্তরপ্রদেশ সরকার আপনাকে জানতে দিতে চাক বা না চাক।’

মমতাজের মৃত্যুর সময়

মমতাজের মৃত্যুর সময়

সেখানে শ্রমিকদের হাত কাটার প্রসঙ্গটিকে উপকথা বা কিংবদন্তি হিসেবে উল্লেখ করে লেখা হয়, বেশিরভাগ ভারতীয়ই ছোটবেলা থেকে এ গল্প শুনে এসেছেন যে তাজমহলের নির্মাণশ্রমিকদের হাত নাকি সম্রাটের আদেশে কেটে নেয়া হয়েছিল, যেন তারা পরবর্তীতে কখনো এ ধরনের সৃষ্টিকর্মের পুনরাবৃত্তি ঘটাতে না পারেন। তবে এ মিথটি মিথ্যা প্রমাণিত হয়েছে, কেননা এই তথ্যটিই তো উদঘাটিত হয়েছে যে তাজমহলের প্রধান স্থপতি ওস্তাদ আহমদ লাহৌরিকে পরে মোঘল সম্রাট শাহজাহানের আরো অনেক অবকাঠামো নির্মাণের দায়িত্বেও নিয়োগ দেওয়া হয়েছিল।’

এছাড়া ২০১৭ সালেই পাকিস্তানের শীর্ষ দৈনিক ডনও ছাপে ‘ভিউ ফ্রম অ্যাব্রোড: ডিড শাহজাহান চপ অফ ৪০ হাজার হ্যান্ডস’ শিরোনামের একটি নিবন্ধ। সেটির মূল বিষয়বস্তু ছিল তাজমহল শ্রমিকদের হাত কাটার উপকথার উপর ভিত্তি করে নিউ ইয়র্ক ভিত্তিক রাজীব জোসেফের নাটক ‘গার্ডস অ্যাট দ্য তাজ’। এই লেখায়ও ঘটনাটিকে কিংবদন্তি আখ্যা দেওয়া হলেও, লেখক ইরফান হুসাইন হাত কাটার বিষয়টিকে ক্ষমতা ব্যবহারের প্রতীকী রূপ বলে ইঙ্গিত করেছেন।

‘গার্ডস অ্যাট দ্য তাজ’ নাটকের একটি দৃশ্য

‘গার্ডস অ্যাট দ্য তাজ’ নাটকের একটি দৃশ্য

তিনি লিখেছেন, ‘গার্ডস অ্যাট দ্য তাজ’, সপ্তদশ শতকের একটি কিংবদন্তিকে কেন্দ্র করে আবর্তিত হলেও, এখানে খুবই সমসাময়িক একটি ভাবনার নিরীক্ষণ ঘটে। আমাদের চারপাশে আজ শক্তিশালী, বর্বর নেতাদের জয়যাত্রা চলছে সেটি রাশিয়ার পুতিনই হোক, তুরস্কের এরদোগান অথবা মিশরের সিসি। তারা হয়তো হাত কেটে নেবে না, কিন্তু তারা দৃশ্যত অনিয়ন্ত্রিত ক্ষমতার চর্চা করে। সম্ভবত তাদের উচিত শাহজাহানের নিয়তি থেকে শিক্ষা গ্রহণ করা, সম্রাটকে তার পুত্র কারারুদ্ধ করেছিলেন তাজমহলেরই নিকটবর্তী একটি টাওয়ারে, যেখান থেকে তিনি নিজ চোখে দেখতে পেতেন তার জাঁকালো নির্মাণকে।

২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তাজমহলের অফিশিয়াল ওয়েবসাইটেও হাত কাটা প্রসঙ্গে কোনো তথ্য নেই। তবে দ্য তাজ ট্যুরস ওয়েবসাইটে এই উপকথাকে কেন্দ্র করে ঊষা নরেশের লেখা একটি ব্লগ প্রকাশিত হয়েছে। সেখানে প্রথমে যুক্তি দেখানো হয়েছে যে কেন এ উপকথাটির সত্য হওয়া সম্ভব নয়। প্রথমত, কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ যেমন হাতের কঙ্কাল নেই, যা থেকে বোঝা সম্ভব আসলেই এ ধরনের গণ হাত কর্তনের ঘটনা ঘটেছিল দ্বিতীয়ত, সমসাময়িক কোনো গ্রন্থ কিংবা ভারতে তৎকালীন কোনো বিদেশি সফরকারীর আত্মজৈবনিক রচনায়ও এই ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। তৃতীয়ত, শাহজাহানের শাসনামলকে বলা হয় ‘মোঘল নির্মাণের স্বর্ণযুগ’।

সম্রাট শাহজাহান

সম্রাট শাহজাহান

তার শাসনামলে নির্মাণকাজ কখনোই থামেনি। তিনি আগ্রায় নির্মাণ করেন মোতি মসজিদ ও তাজমহল, দিল্লিতে লাল দুর্গ ও জামা মসজিদ, এছাড়াও স্থাপন করেন শাহজাহানাবাদ নামের একটি শহর। তিনি যদি আসলেই অঙ্গচ্ছেদের ঘটনা ঘটাতেন, তাহলে কোনো শ্রমিকই তার এসব কাজে অংশ নিতেন না।’ এরপর ঐ ব্লগটিতে একটি হাইপোথিসিসও দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে যে কীভাবে উপকথাটির আগমন ঘটেছে।

বাস্তবে, শাহজাহান তার শ্রমিকদের উপর একটি নৈতিক নিষেধাজ্ঞা জারি করেন যে তারা অন্য কোনো সম্রাটের জন্য কাজ করতে পারবেন না। আধুনিক সময়ে আমরা এটিকে সম্রাট ও তার শ্রমিকদের মধ্যে একটি চুক্তি বলতে পারি। তাই ‘শ্রমিকদের হাত কেটে নেয়া হয়, কথাটির মাধ্যমে আসলে বোঝানো হয়েছিল যে ঐ শ্রমিকরা অন্য কোনো সম্রাটের কাছ থেকে কাজ নিতে পারবেন না। একই ধরনের সম্ভাবনার আভাস পাওয়া যায় স্বাধীন গবেষক ও ইতিহাসবিদ শশাঙ্ক শেখর সিনহার ২০২১ সালে প্রকাশিত বই ‘দিল্লি, আগ্রা, ফতেহপুর সিক্রি: মনুমেন্টস, সিটিজ অ্যান্ড কানেক্টেড হিস্ট্রিজ’ বইতেও।

উপর থেকে তাজমহলের দৃশ্য

উপর থেকে তাজমহলের দৃশ্য

সেখানে তিনি লেখেন, আরেকটি জনপ্রিয় মিথ হলো এই যে, শাহজাহান তাজমহল নির্মাণকারী স্থপতি ও শ্রমিকদের মেরে ফেলেন। অন্যান্য সংস্করণে শোনা যায়, সম্রাট তাদের হাত কেটে ফেলেন এবং তাদের চোখ খুবলে বের করে নেন, কিংবা তাদেরকে ছুড়ে ফেলেন আগ্রা দুর্গের অন্ধকূপে, যেন আর কেউই অবশিষ্ট না থাকে এ ধরনের দ্বিতীয় কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য। এছাড়া মিথটির কিছু অহিংস সংস্করণও রয়েছে যেখানে বলা হয়, সম্রাট তাদেরকে মোটা অংকের অর্থপুরস্কার দেন এবং একটি চুক্তিপথ লিখিয়ে নেন যেন তারা আর কখনোই এ ধরনের কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে না পারে। ভবিষ্যতে কারো কাজের ক্ষমতা কেড়ে নেয়াও এক অর্থে তার ‘হাত কেটে ফেলা’। এভাবেই অনেক ট্যুরিস্ট গাইড বিষয়টিকে ব্যাখ্যা করেন।

তারপরও, এ ধরনের কাহিনীরও কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, এবং এ ধরনের কাহিনী ইংল্যান্ড, আয়ারল্যান্ড, রাশিয়া এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলের নানা স্মৃতিস্মম্ভকে কেন্দ্র করে বিদ্যমান লোককথায়ও রয়েছে। সর্বশেষ দুই হাইপোথিসিস সম্পর্কেও শতভাগ নিঃসন্দেহ হওয়া সম্ভব নয়। তবু এ কথাও অনস্বীকার্য যে এসব হাইপোথিসিসকে সত্য বলে মেনে নিলে অনেক বিভ্রান্তিই দূর হয়ে যায়। আপাতত এটুকু বিভ্রান্তি থেকেই আজ বেরিয়ে আসা যাক, শাহজাহান কখনো তাজমহলের নির্মাণশ্রমিকদের হাত কেটে নেননি !

(লেখা ও ছবি সংগৃহিত)

Tags: তাজমহল নির্মাণ শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন কে?
Share1Tweet1
আগের খবর

মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

পরবর্তী খবর

শেরপুরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা উদ্বোধন

এই রকম আরো খবর

জুমার দিনে রোজার বিধান
ইতিহাস ঐতিহ্য

জুমার দিনে রোজার বিধান

৩ ফেব্রুয়ারী, ২০২৩
বৃষ্টি ও বজ্রপাতের সময় যে দোয়া পড়তে হয় তা জেনে নিন
ইতিহাস ঐতিহ্য

বৃষ্টি ও বজ্রপাতের সময় যে দোয়া পড়তে হয় তা জেনে নিন

৭ মে, ২০২২
ঈদে খাবারে হজমের সমস্যা দেখা দিলে যা করবেন
ইতিহাস ঐতিহ্য

ঈদে খাবারে হজমের সমস্যা দেখা দিলে যা করবেন

২ মে, ২০২২
আজ পবিত্র শবেবরাত
ইতিহাস ঐতিহ্য

আজ পবিত্র শবেবরাত

১৮ মার্চ, ২০২২
যে নারীকে বিয়ে করা জায়েজ নেই
ইতিহাস ঐতিহ্য

যে নারীকে বিয়ে করা জায়েজ নেই

১৭ ফেব্রুয়ারী, ২০২২
বিজয়ের ৫০ বছর পূর্তি আজ
ইতিহাস ঐতিহ্য

বিজয়ের ৫০ বছর পূর্তি আজ

১৬ ডিসেম্বর, ২০২১
আরও দেখুন
পরবর্তী খবর
শেরপুরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা উদ্বোধন

শেরপুরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা উদ্বোধন

নালিতাবাড়ীতে কমিউনিস্ট পার্টির সম্মেলন

নালিতাবাড়ীতে কমিউনিস্ট পার্টির সম্মেলন

জয়ে বছর শেষ করল রোনালদোর ম্যান ইউ

জয়ে বছর শেষ করল রোনালদোর ম্যান ইউ

আরও বিভাগ দেখুন

এই রকম আরও খবর

শ্রীবরদীতে অসহায়দের মাঝে অফিসার্স ক্লাবের ঈদ উপহার বিতরণ

শ্রীবরদীতে অসহায়দের মাঝে অফিসার্স ক্লাবের ঈদ উপহার বিতরণ

১৮ মে, ২০২০
শেরপুর জমিদার বাড়ীর কথা…

শেরপুর জমিদার বাড়ীর কথা…

২৫ মার্চ, ২০১৭
শেরপুরের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান

শেরপুরের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান

১০ জুলাই, ২০২০
নালিতাবাড়ীতে ১১শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নালিতাবাড়ীতে ১১শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

২৫ আগস্ট, ২০২১
শেরপুর জেলা প্রশাসনকে ৬০ হাজার মাস্ক প্রদান

শেরপুর জেলা প্রশাসনকে ৬০ হাজার মাস্ক প্রদান

১৫ ফেব্রুয়ারী, ২০২২
শেরপুর টাইমস

প্রকাশক : আনিসুর রহমান, সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন, বার্তা সম্পাদক : এম. সুরুজ্জামান। খরমপুর, শেরপুর শহর, শেরপুর হতে টাইমস্ মিডিয়া কর্তৃক প্রকাশিত।

যোগাযোগ : 01711-664217 (সম্পাদক), 01740-588988 (নির্বাহী সম্পাদক), 01712-478862 (বার্তা সম্পাদক)। ইমেইল : news@sherpurtimes.com

© 2022 SherpurTimes - কারিগরি সহযোগিতায় ইকেয়ার সলিউশন.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জেলার খবর
    • শেরপুর সদর
    • নকলা
    • নালিতাবাড়ী
    • ঝিনাইগাতী
    • শ্রীবরদী
  • জাতীয় খবর
  • উন্নয়নে শেরপুর
  • খেলার খবর
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • পর্যটন
  • উদ্যোক্তা
  • ফিচার
  • অন্যান্য
    • অন্য গণমাধ্যমের খবর
    • আন্দোলন সংগ্রাম
    • ইতিহাস ঐতিহ্য
    • গণমাধ্যম
    • পাঠকের কলাম
    • শিক্ষাঙ্গণ
    • শুক্রবারের কলাম
    • সাহিত্য
  • সম্পাদকীয়

© 2022 SherpurTimes - কারিগরি সহযোগিতায় ইকেয়ার সলিউশন.