অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডট কমের সাব এডিটর তরুণ সাংবাদিক এহসান ইবনে রেজা ফাগুনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নকলায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ঢাকা-শেরপুর মহাসড়কের হলচত্তর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক তালাত মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য রাখেন, শেরপুর প্রেসকাবের সভাপতি শরিফুর রহমান, সাংবাদিক মোশারফ হোসেন, শাহাজাদা স্বপন, জাহাঙ্গীর হোসেন আহমেদ, আলহাজ্ব মাহবুবর রহমান প্রমুখ। এছাড়া নকলা উপজেলা প্রেসকাব, নকলা অসহায় সহায়তা সংস্থা, ব্লাড ব্যাংক অব নকলা, স্বাধীন ফাউন্ডেশন, শশী ফাউন্ডেশন, আদর্শ উন্নয়ন সংস্থা, সেবাকুঞ্জ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা তরুণ সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক কাকন রেজার জ্যেষ্ঠ পুত্র ইহসান ইবনে রেজা ফাগুন গত ২১ মে মঙ্গলবার রাতে ঢাকা থেকে ট্রেনে করে জামালপুরে ফিরছিলেন। কিন্তু ময়মনসিংহের পর থেকে তাঁর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন জামালপুর জেলার নান্দিনার রানাগাছা এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ পাওয়া যায়।