মডেল ও অভিনেত্রী তমা মির্জার কাজের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি ওয়েব কনটেন্টে অভিনয় করছেন। সেগুলো আবারো প্রশংসিতও হচ্ছে। সেসব কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে মূলধারার সিনেমার কাজের ব্যস্ততাও রয়েছে।
করোনাকালের আগে কাজ করা ‘ফ্রম বাংলাদেশ’ নামের তার অভিনীত সিনেমাটি মুক্তি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে।
শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় এ সিনেমাটির কারিগরি অংশের কাজ চলছে। চলতি বছরেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন তমা।
এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, কাকলী আপার পরিচালনায় এর আগে নদীজন নামের একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সেটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। এবারের সিনেমাটিও বেশ তাৎপর্যপূর্ণ গল্প নিয়ে তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের একটি বিষয় নিয়ে এটির গল্প তৈরি করা হয়েছে। কাকলী আপা সব সময়ই নান্দনিক সিনেমা তৈরি করেন। আশা করছি এটিও একটি পরিচ্ছন্ন সিনেমা হবে। আমি এটির সফলতা নিয়ে আশাবাদী।
এদিকে ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিতব্য দুটি ফিল্মে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। অল্প সময়ের মধ্যেই এগুলোর শুটিং শুরু হবে।
এছাড়া ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ‘পাপকাহিনী’ নামের দুটি সিনেমায় অভিনয় শুরু করেছিলেন তমা মির্জা। এই দুটির নির্মাণ কাজ অসমাপ্ত রয়েছে। এদিকে মডেলিংয়েও নিয়মিত কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছেন তমা। সেটি থেকে একটি নাটক নির্মাণের কথা রয়েছে।তমার নতুন সিনেমা আসছে