
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেরপুর জেলা ছাত্র সংসদের উদ্যোগে নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৯ মার্চ শনিবার ঢাবির কারাস ভবনের অডিটরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ ফারুক, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাহ হোসেন, ডিপিডিসির প্রকৌশলী ও শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং শেরপুর জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক রীনা খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির শেরপুর জেলা ছাত্র সংসদের সভাপতি শামস মোহাম্মদ নাসিফ হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাকিল।
অনুষ্ঠানে শেরপুর জেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের বক্তারা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং সময়োপযোগী হিসেবে গড়ে উঠতে পরামর্শ দেন। তারা শিক্ষার্থীদের পরিবার, সমাজের দায়িত্ব ও দেশপ্রেমের কথা স্মরণ করিয়ে দেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।