ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শেখ মঞ্জুরুল ইসলামের মরদেহ সলিমুল্লাহ মুসলিম হলে তার নিজ কক্ষে (১৬৫ নং রুম) সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২১ আগস্ট) ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল রউফ মানুন।
আত্মহত্যার সময়কাল বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে হতে পারে জানিয়ে তিনি বলেন, হলের এক রুমে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহের তথ্য পেয়েছি। আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
ঘটনাস্থলে যেয়ে দেখা যায়, রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলছে শিক্ষার্থীর মরদেহ। ইতোমধ্যে সেখানে পুলিশ উপস্থিত হয়েছে।
জানা যায়, সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর রুমে মঞ্জুরসহ মোট আটজন শিক্ষার্থী থাকতেন। সোমবার (২১ আগস্ট) বিকেলে রুমের অন্য সদস্যরা যখন বাইরে ছিলেন, তখনই একটি গামছার সাহায্যে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি। পরবর্তীতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্য শিক্ষার্থীরা।