ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদের উদ্যোগে শনিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে নবীনবরন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাস অডিটোরিয়ামে বিকেল ৪টায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল ইসলাম খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পংকজ কুমার পাল, সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিশ্বজিৎ দে, ব্যারিস্টার এট-ল মোস্তাফিজুর রহমান নির্ঝর এবং এশিয়া ট্রেডিং এর ডিরেক্টর সজিব আল হাসান সহ ইজি বাংলার প্রোপাইটর আতিকুর রহমান মিন্টু।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান কিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হৃদয় হাসান সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম বলেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি শেরপুর জেলার ছাত্র ছাত্রীদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব। সবার জন্য আমার দরজা সব সময় খোলা।”