ঢাকায় গাঙচিল কার্যালয়ে ঢাকা উত্তর ও মিরপুর শাখার আয়োজনে সাহিত্য আসরে ময়মনসিংহ বিভাগীয় ও শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ এবং গাঙচিলের জীবন সদস্য সাজেদা ডুলুর অারোগ্যলাভের জন্য দোয়া করা হয়।
শুক্রবার বিকেলে ঢাকার মিরপুরে গাঙচিল সাহিত্য ভবনে ঢাকা উত্তর শাখার সভাপতি গোলাম কুদ্দুস চঞ্চলের সভাপতিত্বে আসরে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলার গাঙচিল মোকসেদপুর উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার মণ্ডল।
এতে প্রধান আলোচক ছিলেন গাঙচিল কেন্দ্রীয় মহাসচিব গ্রুপ ক্যাপটেন ড. ইদ্রিস আলী।
বিশেষ অতিথি ছিলেন উত্তরবাংলা লেখক ফোরাম সভাপতি শেখ শহীদুল ইসলাম ও গাঙচিল ঢাকা বিভাগীয় সহ সভাপতি কবি ইয়াসমিন আক্তার।
সাহিত্য আসরের শুরুতে দোয়া পরিচালনা শেষে
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নাঈমা আক্তার, কবি শ্যামলী মণ্ডল, কবি মল্লিকা রহমান লিপি, সংগঠক জান্নাত খান, আবু সালেহ, কবি ড. মোঃ বদরুল আলম সোহাগ, শেফালী আলম, কবি জ্যোৎস্না পারভীন শিফা, কবি শোভা চৌধুরী, কবি রাজিয়া সুলতানা পিংকী, মোঃ মোবিন খান, কবি আশানুর আইরিন আশা, খান আহমেদ ইফতেখার, খান আখতার হোসেন প্রমুখ।
পরে অনুষ্ঠানে গান গেয়ে লেখকদের মুগ্ধ করেন বেতার শিল্পী শাহ নেওয়াজ সজীব।
সবশেষে মাসিক সেরা কবি রাজিয়া সুলতানা পংকিকে পুরস্কার দেন গাঙচিল ঢাকা বিভাগীয় সহ সভাপতি কবি ইয়াসমিন আক্তার তাঁর নিজের লেখা বই। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গাঙচিল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক আবু জাহিদ সাদিক।