ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গেল শুক্রবার রাজধানীর পল্টনস্থ একটি হোটেলে সমিতির এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পরে ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার এ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং ড. মো.আশরাফ আলী যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে ডা. বেগম শামছুন নাহার শিরীন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, কোষাধ্যক্ষ এ বি এম রশিদুজ্জামান রিপন, আইন সম্পাদক মুহা. শ্বাশ্বত মনির, তথ্য ও গবেষণা সম্পাদক মালেক মল্লিক নির্বাচিত হয়েছেন ।
এদিকে সভাপতি নির্বাচিত হওয়ার পর খুরশেদ আলম সাধারণ সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের অংশগ্রহণে শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।