অ্যাটর্নি জেনারেল এম. আমিন উদ্দিন বলেছেন, বিদেশিরা বাংলাদেশের আইন-কানুন সম্পর্কে জানেন না বলেই ডক্টর মুহাম্মদ ইউনূসের সাজা নিয়ে বিরূপ মন্তব্য করছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এম. আমিন উদ্দিন এ কথা বলেন।
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক কারণে একটি পক্ষ এই সাজা নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, বিদেশিরাও তা অনুসরণ করেই মন্তব্য করছেন। তারা যদি ঘটনাটা পড়েন, আইনটা সঠিকভাবে দেখেন তবে, এমন প্রশ্ন তুলতেন না।
একতরফা শুনে এমন মন্তব্য করছেন তারা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ঢাকার শ্রম আদালত। সেই সাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।’