ওসমান ডেম্বেলের নৈপুণ্যে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ডেম্বেলে নিজে একটি ও সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিন গোল। এই চার গোলেই জয় পেয়েছে বার্সা।
এই জয়ের পরও লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে কাতালান জায়ান্টরা।
ফরাসি উইঙ্গার ডেম্বেলে রোববার রাতে নিজেকে যেন অন্য এক রূপে মাঠে আবির্ভূত করেছিলেন। কোচ জাভি হার্নান্দেজের অধীনে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি।
ক্যাম্প ন্যুতে সাবেক বার্সা ও বর্তমান অ্যাথলেটিক ম্যানেজার হিসেবে আর্নেস্তো ভালভার্দে ফিরে আসার পর এটাই প্রথম ম্যাচ ছিল। কাল দলের হয়ে প্রথম গোলটি করেছেন ডেম্বেলে।
এরপর প্রথমার্ধে সার্জিও রবার্তো ও রবার্ট লেভানদোভস্কিকে দিয়ে করিয়েছেন দুটি গোল। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের গোলেও সহায়তা করে ম্যাচ সেরা হয়েছে ডেম্বেলে।
ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘এটাই একজন উইঙ্গারের জীবন। এখানে উত্থান-পতন থাকবে। তাদের এর মধ্য দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আমি সবসময় একথাই বলেই থাকি। কোনদিন সবকিছু সঠিক ভাবে চলবে, অন্যদিন হয়তো নয়। কিন্তু এজন্য থেমে গেলে চলবে না। ডেম্বেলে আজ ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’
২০২০ সালে জানুয়ারিতে বার্সেলোনা থেকে বরখাস্ত হবার পর এটাই ছিল ভালভার্দের প্রথম ম্যাচ। তার অধীনে বার্সেলোনা দুটি লিগ শিরোপা জিতেছেন। কাল ম্যাচ শেষে ভালভার্দে বলেছেন, ‘এটা একটি ভয়ঙ্কর দিন ছিল। কারন আমরা ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছি। তারা (বার্সেলোনা) আজ আমাদের সবদিক থেকে শাস্তি দিয়েছে।’
বৃহস্পতিবার প্রথমার্ধে আট মিনিটের তিন গোলে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছির কাতালান জায়ান্টরা। কাল আবারো অ্যাথলেটিকের বিপক্ষে দ্রুত তিন গোল দিয়েছে জাভির শিষ্যরা।
বার্সা অধিনাক সার্জিও বুস্কেটস বলেছেন, ‘আমরা শক্ত অবস্থানে থেকেই আজ ম্যাচ শেষ করেছি। আমরা জানতাম তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। তাদের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘ম্যাচের মাঝপথে আমরা আরো বেশী আগ্রাসী হয়ে খেলতে থাকি এবং নিজেদের সুযোগগুলো কাজে লাগাই। আমি নিশ্চিত এই পারফরমেন্সে জাভি খুশী হয়েছে। এর মাধ্যমে দলের মানও প্রমাণিত হয়।’
ডেইলি-বাংলাদেশ/এএল