ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা আলমগীর। গত শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
এ ব্যাপারে আলমগীরের সঙ্গে কথা হলে তিনি জানান, গত শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তির পর জানতে পারেন তার ডেঙ্গু হয়েছে। আপাতত ভালো আছেন। দুই-তিনদিন হাসপাতালে থাকতে হবে।
দ্রুত সুস্থ হতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।