দেশে ডেঙ্গু সংক্রমণ প্রকট। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। এবার দুঃসংবাদ এলো জাতীয় দলের পেসার হাসান মাহমুদকে নিয়ে। ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি।
গত পাঁচ-ছয়দিন ধরেই জ্বরে ভুগছেন হাসান মাহমুদ। পড়শু রাতে তার শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। গতকাল রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েছে এই পেসারের। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র তা নিশ্চিত করেছে।
স্বস্তির খবর, এখন জ্বরের মাত্রা কিছুটা কম হাসানের। তবে শারীরিক দুর্বলতা আছে। এখন অনেকটা সুস্থবোধ করছেন এই পেসার। আপাতত তাই বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন।
তার আগে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। অসুস্থতার কারণে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি হাসান।