আজ সকাল ১০ টায় বিএনপির চেয়ারপারসনকে ডিভিশন প্রদানের জন্য আবেদন দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জাকির হোসেন ভূঁইয়া ও সানাউল্লাহ মিয়া। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। এর পর ওই দিনই সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে পাঠানো হয়। কারাগারে কারা কর্তৃপক্ষ তার পদমর্যাদা অনুয়ায়ী ডিভিশন প্রদান না করায় রোববার আইনজীবীরা আদালতে এই আবেদন দাখিল করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।