শেরপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনডিভাইন হেল্পার্স অব বাংলাদেশ শেরপুর জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ বিকালে শহরের খরমপুরস্থ ডিভাইন স্কুল ভবনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সভাপতি সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান , ক্রীড়া সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, পরিবহন শ্রমিক নেতা শওকত হোসেন, ব্যবসায়ী জায়েদুর রশিদ শ্যামল , রক্তদান সংগঠন ব্লাড সৈনিক বাংলাদেশের সভাপতি আল আমীন রাজু, আইটি উদ্দ্যেগতা খায়রুল কবির নিউটন, বির্তাকিক এমদাদুল হক রিপন,ডিভাইন হেল্পার্স অব বাংলাদেশের বদরুল মোরশেদ আসাদ, সোহাগী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন ।
এদিকে ইফতারপূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ।